ব্রেকিং নিউজ

ডুমুরিয়ায় লবণ সহনশীল বিভিন্ন জাতের প্রদর্শনীর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় উন্নত সেচ ব্যবস্থাপনার মাধ্যমে লবণ সহনশীল ব্রিধান-৯৯, ৬৭, হাইব্রিড ব্রিধান-৩ ও ৮ জাতের প্রদর্শনীর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ও ডুমুরিয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় বুধবার সকালে উপজেলার আঙ্গারদহা মাঠে এ দিবসটি অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দের মাঠে ধান কর্তন শেষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধান গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড, মোঃ শাহজাহান কবীর। প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ ও উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন।
সিনিয়র সায়েন্টিফিক কর্মকর্তা ড,প্রিয়লাল চন্দ্র পালের সঞ্চালনায় বক্তৃতা করেন অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মোসাদ্দেক হোসেন,সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের ড, দেবজিৎ রায়,বিএডিসি যুগ্ম পরিচালক মোঃ লিয়াকত আলী, বৈজ্ঞানিক কর্মকর্তা ড, মোঃ মামুনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, সসম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, জেলা পরিষদ সদস্য হাসনা হেনা, আদর্শ কৃষক শেখ মনজুর রহমান, আবু হানিফ মোড়ল, ইউপি সদস্য শেখ মহসিন হোসেন, মাসুদ শেখ,আব্দুর রশিদ প্রমূখ। অনুষ্ঠানে দুই শতাধিক কৃষক কৃষাণি অংশগ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.