ব্রেকিং নিউজ

জামালপুরে নারী ইউপি সদস্যের নামে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

আবুল কাশেম জামালপুরঃ-
জামালপুরে নারী ইউপি সদস্যের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে মেলান্দহের চরপলিশা বাজারে নারী ইউপি সদস্যের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী চরবানীপাকুরিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ফরিদা পারভীন। বক্তব্যে ফরিদা পারভীন বলেন- চরপলিশা উত্তর পাড়ায় বসত ভিটার জমি নিয়ে দীর্ঘদিন যাবত হৃদয়, সোহরাব ও শফিকুলের সাথে দ্বন্দ চলে আসছিলো। এই সুযোগে অভিযুক্তরা তার নামে মাদক বিক্রি ও নারী নির্যাতনের দুইটি মামলা দায়ের করেন। ফরিদা পারভীন দাবি করেন- প্রতিপক্ষের দায়ের করা মামলা দুইটি মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়াও তার নামে যে সংবাদ প্রচার হয়েছে সেগুলো বানোয়াট। তাই অতি দ্রুত ফরিদা পারভীন এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। আর প্রচারিত নিউজের তীব্র প্রতিবাদ জানান। এছাড়াও ফরিদা পারভীন অভিযোগ করে বলেন, আমার বসত ভিটার জমি নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান সহ কয়েক দফা বিচার সালিশি হওয়ার পরও তারা সেই বিচার না মেনে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ করছেন। জামালপুর শহরে আমার ও আমার ভাইয়ের দুইটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিপক্ষরা মাঝে মধ্যেই এই দুই প্রতিষ্ঠানে হামলা চালায়। আমি জনপ্রতিনিধি হয়ে এখন প্রান ভয়ে আছি। আমি চাই প্রশাসন এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুক।’ তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত হৃদয় মোবাইল ফোনে বলেন-‘আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা ও ভিত্তিহীন।’ সংবাদ সম্মেলনে চরবানীপাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা আকন্দ, সহ-সভাপতি একে এম রবিকুল ইসলাম মমিন, প্রচার সম্পাদক রঞ্জু আকন্দ, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হামিদুর রহমান শিপন, স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান রিপন, ফজলুল হক ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.