ব্রেকিং নিউজ

ডুমুরিয়ায় ১৬১ ভূমিহীন পরিবারের মাঝে পাকা ঘরসহ জমি দলিল সম্পাদন

খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকল্পে ১৬১ ভূমিহীন পরিবারের মাঝে প্রতি পরিবারে ৩ লাখ ১০ হাজার টাকা মূল্যে পাকা ঘরসহ ২ শতাংশ জমি রেজিষ্ট্রি দলিল সম্পাদন করা হয়েছে। রবিবার সকাল ও বিকালে উপজেলা সাব-রেজিষ্ট্রী কার্যালয়ে সাব-রেজিষ্ট্রার অঞ্জু দাস এ দলিল সম্পাদন করেন। উপজেলার ৪টি ইউনিয়ন ভূমি অফিসের আওতায় ডুমুরিয়া সদর, শোভনা,খর্ণিয়া,আটলিয়া, মাগুরাঘোনা,রুদাঘরা ও ধামালিয়া ইউনিয়নে ১৬১টি ‘ক’ শ্রেণীর ভূমিহীন পরিবার এ সুবিধা পাচ্ছেন। পাকা ঘরসহ ২ শতাংশ জমি পাওয়ায় আটলিয়া এলাকার ভূমিহীন নাজমুল গাজী,নির্মল রাহা,উষা রানীসহ একাধিক ব্যক্তি এক‌ই সুরে সুর মিলিয়ে বলেন, আমরা এর আগে বিভিন্ন জায়গায় ভাড়াটে হিসেবে পরিবার নিয়ে বসবাস করে আসছি। আজ প্রধানমন্ত্রীর দেওয়া ঘর ও জমি পেয়ে আমরা অত্যন্ত খুশি। এখন আমাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস‌এম আশিস মোমতাজ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা এসএম মনিরুজ্জামান, মোঃ জাহাঙ্গীর আলম,মুকুন্দ কুমার সরকার, কানুনগো জাকির হোসেন সহ ভূমি অফিসের সকল কর্মকর্তা, কর্মচারী।

সেলিম আবেদ——–তাং ২৮-৪-২৪

Leave A Reply

Your email address will not be published.