ব্রেকিং নিউজ

আমরা কতটা ঋদ্ধ

মোঃ রেজোয়ানুল হাসান:: কিছুদিন ধরে ফেসবুকে দেখছি নারী কিসে আটকায়? আরে ভাই নারীতো মানুষ তাকে আটকানোর কি আছে। আমরা অনেক সময় অন্যকে নিয়ে এতটাই বিচলিত হই যা আমাদের ব্যক্তিত্বের বিনাশ ঘটায়। আপনি আমি কেউ কিন্তু নিচের ছবির মানুষগুলোর ঘরের ভেতরে ঘটে যাওয়া ঘটনাগুলো জানিনা। হয়তো আমরা যে মানুষটিকে ভালো ভাবছি বাস্তবে সে দুনিয়ার লুচ্চা অথবা লুচ্চি। এখানে সেক্সচুয়াল একটি বিষয় আসতে পারে আরও নানান কিচ্ছা কাহিনী থাকতে পারে যেটা আমাদের অজানা। ছবির পুরুষরা সৃষ্টিশীল মানুষ তাদের অন্য একটা জগৎ আছে। বিল গেটস যদি শুধু মেলেন্ডাকে নিয়ে হানিমুনে ব্যস্ত থাকত তবে সে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি হতে পারতো না। তাহাসানের গানে আমরা মুগ্ধ, তার পেছনের কারণ অসংখ্য রাতজাগা তার পরিশ্রম। কৃষ্ণা রানীর খেলায় আমরা মুগ্ধ তার পেছনের কারণ কঠুর পরিশ্রম। হরমুনাল বিভিন্ন কারনে মানুষ অনেক সময় বাজে সিদ্ধান্ত নেয় কিন্তু আমরা বলি মানুষটা কি খারাপ! প্রকৃত পক্ষে আপনি আমিইতো খারাপ কারণ আমরা এখনও জ্ঞানে গুণে পূর্ণ ঋদ্ধ মানুষ হতে পারিনি। যদি হতাম তবে মানুষের একান্ত ব্যক্তিগব বিষয় নিয়ে কেন এত ইন্টারফেয়ার করছি। পৃথিবী সৃষ্টির পর থেকে কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছে কিন্ত কারও সাথে কারও কোন মিল নেই। এই নিবন্ধের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটি মানুষের একটি জগৎ থাকে আর সেই জগৎটা সে নিজের মতো সাজাতে চায় যেখানে অর্থ বিত্ত তার কাছে তুচ্ছ, অতি নগন্য। ব্রিটেনের রাজপরিবারের হাজার রকমের নিয়মকানুনের তোয়াক্কা কোনোদিনই করেননি স্বাধীনচেতা প্রিন্স হ্যারি। রাজপরিবারের কঠোর নিয়মকানুনের ভারে ক্লান্ত হয়ে পড়েছিলেন তার মা প্রিন্সেস ডায়ানাও। একপর্যায়ে রাজপরিবারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি। নিবন্ধ আর দীর্ঘ না করলাম, পৃথিবীর প্রতিটি মানুষ ক্ষত- বিক্ষত না হয়ে ডানা মেলুক মুক্ত আকাশে, হোক সে নারী অথবা পুরুষ আর আমরা বোবা অন্ধ হয়ে হই ঋদ্ধতার উজ্বল নক্ষত্র।
লেখক: মোঃ রেজোয়ানুল হাসান
বিজ্ঞানী ও গবেষক

Leave A Reply

Your email address will not be published.