গোবিন্দগঞ্জে হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ (মোঃ রেজাউল করিম)
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট ঠিকাদার, শিক্ষক, কর্মচারী ও ভুক্তভোগীবৃন্দ।
গোবিন্দগঞ্জ উপজেলায় হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব মোঃ নুহু মিয়া ঘুষ বাণিজ্যের নেতত্বে অডিটরদের সঙ্গে যোগ সাজোস করে জনগণকে ব্যাপক হয়রানি ও পেরেশানি করছেন বলে অভিযোগ বিদ্যমান। ভুক্তভোগীদের অনেকেই বলেছেন, তেল ছাড়া যেমন বাতি জ্বলে না, ঘুষ ছাড়া তেমনি ফাইল নড়ে না। গোবিন্দগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ অফিসারের কার্যালয়ে অডিটরদের দাপটে শিক্ষক, কর্মচারী বিদ্যালয়ের কনটিডেন্সি বিল, স্কুল মেরামতের বিল, ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের বিল নিতে ঘুষ দিতে হয়। বিষয়টি সচেতন মহলে তোলপাড় সৃষ্ঠি করছে বলে জানা গেছে। এই অফিসের অডিটর ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ নুহু মিয়া গোবিন্দগঞ্জ এলাকায় সর্বস্তরের মানুষকে বিষিয়ে তুলেছে বলে ভুক্তভোগী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। । সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার অবসর ভাতা, জিপি ফান্ড,কল্যাণ ফান্ডের টাকা তুলতে এই অফিসে ঘুষ দিতে হচ্ছে বলেও নানাবিদ প্রশ্নের সৃষ্টি হয়েছে। সকলের অভিযোগ এই দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে অতি দ্রুত অপসারণ করে গোবিন্দগঞ্জ হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় টি ঘুষমুক্ত করার দাবি উঠেছে। এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ নুহু মিয়াকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি এখানকার পাওয়ার ফুল কর্মকর্তা নই,এখানে অডিটর সব বিল করেন,আমি শুধু সই করি মাত্র। এবিষয়ে জুনিয়র এবং সিনিয়র অডিটর অফিসারদের জিঞ্জাসা করলে তিনারা বলেন,এখানে যে কাজ হয় তাদের কোন কর্তৃত্ব নেই সব কর্তৃত্ব অফিস কর্মকর্তার। তিনি যা বলেন আমরা তাই করি।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভুগী মহল।