ব্রেকিং নিউজ

পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে ২৮ জুনের পরিবর্তে সরকার ঘোষিত ছুটি শুরু হবে ২৭ জুন থেকে।

পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে ২৮ জুনের পরিবর্তে সরকার ঘোষিত ছুটি শুরু হবে ২৭ জুন থেকে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।

এর ফলে এবার ঈদে ২৭ জুন থেকে পহেলা জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর মান ঠিক রেখে নির্ধারিত সময় ও ব্যয়ের মধ্যেই শেষ করার তাগিদ দেন সরকার প্রধান।

ঈদের ছুটিতে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ঘরে ফেরা মানুষের সড়কে ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave A Reply

Your email address will not be published.