ব্রেকিং নিউজ

গোবিন্দগঞ্জে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দুপুরে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ছয়ঘরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী। প্রাণীস¤পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, উপজেলা প্রাণীস¤পদ অফিসার ডা: বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক আবু সুফিয়ান মন্ডল প্রমূখ। আলোচনা শেষে শিশু শিক্ষার্থীদের দুধ খাইয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, এ কার্যক্রমের আওতায় দেশের ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী এক বছর ধরে স্কুল চলাকালীন প্রতিদিন ২০০ মিলিলিটার করে দুধ খাওয়ানো হবে। কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ২৫৭ জন শিক্ষার্থী এই মিল্ক ফিডিং কার্যক্রমের আওতায় স্কুলে এলেই দুধ খেতে পারবে বলে জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.