ব্রেকিং নিউজ

কমলগঞ্জে মাগুরছড়া দিবস উদযাপন।

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জে মাগুরছড়া দিবস উদযাপন পালন করা হয়েছে।
এ উপলক্ষে (১৪ জুন) বুধবার দুপুর কমলগঞ্জ – শ্রীমঙ্গলের সড়কের মাগুরছড়ায় পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটি, মৌলভীবাজার জেলা কমিটি, কমলগঞ্জ উপজেলা কমিটি ও শ্রীমঙ্গল উপজেলা কমিটির যৌথ আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ময়নুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও কমলগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি নির্মল এস পলাশ এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, কমলগঞ্জ উপজেলা পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি সভাপতি মো. মোনায়েম খান, সহকারী অধ্যাপক সেলিম আহমেদ চৌধুরী, প্রভাষিকা রাবেয়া খাতুন, বঙ্গকবি লুৎফুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি সভাপতি সাহারাব ইসলাম রুহিন, সাধারণ সম্পাদক বিপ্লব ভট্রাচার্য্য, সবুজ আন্দোলন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রীনা সরকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাগুরছড়া গ্যাস কূপে অগ্নিকাণ্ডের ২৬ বছর পার হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জনসম্মুখে প্রকাশ করা হয়নি। কমলগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান ও ক্ষতিপূরণ আদায় সহ মাগুরছড়া এলাকায় সবুজ বনায়নের দাবী জানান বক্তারা। এতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের গনমাধ্যমকর্মীরা।

Leave A Reply

Your email address will not be published.