ব্রেকিং নিউজ

বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত

আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সোমবার (১২জুন) বিকেলে জিলা স্কুল মাঠে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করেন।
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও মানবাধিকার কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে সরকারি আশেক মাহমুদ কলেজ বনাম ভাটারা স্কুল এন্ড কলেজের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সরকারি আশেক মাহমুদ কলেজ বনাম ভাটারা স্কুল এন্ড কলেজের মধ্যকার ফুটবল খেলাটি গোল শুন্য ড্র হয়।
পরে টাইব্রেকারে ভাটারা স্কুল এন্ড কলেজকে ৪-১ গোলে পরাজিত করে সরকারি আশেক মাহমুদ কলেজ চ্যাম্পিয়ান হয়।
বিজয়ী দল সরকারি আশেক মাহমুদ কলেজকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট খেলায় সর্বমোট ৮টি দল অংশ গ্রহণ করে।
খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন জামালপুর জেলা রেফারি এসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান পল।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন সরকারি আশেক মাহমুদ কলেজের শরীরচর্চা শিক্ষক কামরুল হাসান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.