ব্রেকিং নিউজ

জামালপুরে জমি বেদখলের পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

আবুল কাশেম জামালপুরঃ-

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের দিগপাইত পশ্চিমপাড়া গ্রামে বেদখল হওয়া জমি পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (৩ জুন) দুপুরে দিগপাইত পশ্চিমপাড়া এলাকায় সংবাদ সম্মেলনের হয়। সংবাদ সম্মেলনে একই সঙ্গে জমি পুনরুদ্ধারে জানায় স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিনিধিরা ওই গ্রামের মৃত আঃ পাগু কাজমের ছেলে সিরাজুল ইসলাম সিরাজ জানান, দিগপাইত বাসস্ট্যান্ড এলাকায় দিগপাইত মৌজা ৩১৩, ২৭৭, ২৭৮ ও ২৭৯ নং দাগে আমাদের বাপ-দাদাদের ২ একর ১৪ শতাংশ জমি রয়েছে। এই জমি আমরা উত্তরাধিকার সূত্রে ওয়ারিশ প্রাপ্ত হলেও এলাকার কুচক্রীমহলের সহযোগিতায় একই গ্রামের চইরেবাড়ির মৃত আইজল মন্ডলের ছেলে হবিবর রহমান হবি ও শাফিকুর রহমান শাফি, মৃত অস্কর মন্ডলের ছেলে নূরল হক ও বাবলু গংরা জমি বেদখলে নিয়ে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিক সালিশ-বৈঠক হলেও তারা জমি ছেড়ে দেয়নি। উল্টো প্রতিনিয়ত আমাদের মৃত্যুর হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে আছেন তারা। তিনি আরও বলেন, ওই জমির ওয়ারিশসূত্রে আমরা মালিক। ৮০ সনের বি,আর,এস রেকর্ডে কৌশলে তাদের নাম লিপিবদ্ধ করে ওই জমি জোরপূর্বক দখলে নেয়। এ নিয়ে আমরা একটি স্বত্ত্ব ঘোষণা, রেকর্ড কালেকশন ও বাটোয়ারা মামলা করেছি তা আদালতে চলমান রয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সিরাজ, শহিদ, রশিদসহ তাদের স্ত্রী-সন্তানরা উপস্থিত ছিলেন এ সংবাদ সম্মেলনে ।

Leave A Reply

Your email address will not be published.