টাঙ্গাইলের মধুপুরে আমন মৌসুমে ধান চাল সংগ্রহ শুরু
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে সরকারিভাবে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।
মধুপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমিন জানান, চলতি আমন মৌসুমে ৬৭১ মেট্রিক টন ধান ও ১৫৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। ওই ধান ও চাল সংগ্রহে প্রতি কেজির দাম দেওয়া হবে যথাক্রমে ২৭টাকা ও ৪০ টাকা।
চালসংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, মধুপুর মিল মালিক সমিতির সভাপতি ও মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিজা খাতুন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার রিভাসহ বেশ কিছু কৃষক উপস্থিত ছিলেন।