ব্রেকিং নিউজ

৩৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম

চট্টগ্রামে ৩৩ ঘণ্টার ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে আগের দিনের তুলনায় শনিবার বিকেল ৩টা ৪৭ মিনিটে ১৬ সেকেন্ডের এ ভূমিকম্পটি মৃদু ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২।

এর আগে শুক্রবার ভোরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা।

আবহাওয়া অধিদপ্তরের ওয়্যারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম জানান, আগের মতো এবারও ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। শুক্রবারের ভূমিকম্পটি আঘাত হানে ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে। এটির উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার। শনিবারের ভূমিকম্পের উৎপত্তিস্থলও ওই একই এলাকার কাছাকাছি ছিল।

Leave A Reply

Your email address will not be published.