ব্রেকিং নিউজ

কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা ফিরিয়ে দিলেন সিএনজি চালক

সিলেট-তামাবিল সড়কে কুড়িয়ে পাওয়া ৩ লক্ষ টাকা ফিরিয়ে দিলেন এক হৃদয়বান সিএনজিচালিত অটোরিকশার চালক।
গতকাল বৃহস্পতিবার বিকালে জৈন্তাপুর উপজেলা অফিসে কর্মরত অফিস সহকারী বাবু সুধামন মান্না ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা উত্তোলন করে তার শাহপরানস্থ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাইকেলে থাকা টাকার ব্যাগটি পড়ে যায়। অনেক খোঁজার পরও আর ব্যাগটি পাওয়া যায়নি।

ওইদিন সিলেট-তামাবিল সড়কে চলাচলকারি গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ এলাকার বাসিন্দা সিএনজিচালক মাঈন উদ্দিন মাঈন ব্যাগটি সড়কের পীরেরবাজার এলাকায় কুড়িয়ে পান। এরপর তিনি টাকার মালিককে খোঁজতে থাকেন। ব্যাগে থাকা প্রাথমিক কিছু তথ্যে জানা যায় টাকার মালিকের পরিচয়।

শুক্রবার সকালে সেই টাকা প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেয়ার জন্য নিজ উদ্যোগে মান্না বাবুর মোবাইলে যোগাযোগ করেন মাঈন।

অবশেষে বাদ জুমআ কদমতলীস্থ আছমা ম্যানশনে সিলেট-ঢাকা আন্তজেলা বাস পরিবহন শ্রমিক উপ-কমিটির অফিসে সবার উপস্থিতে উপযুক্ত প্রমাণ দেখে মান্না বাবুর কাছে ৩ লক্ষ টাকা তুলে দেন সিএনজি চালক মাঈন উদ্দিন।

পরে মান্না বাবু সিএনজি চালক মাঈন উদ্দিনের সততায় খুশি হয়ে ২০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন।

Leave A Reply

Your email address will not be published.