ব্রেকিং নিউজ

ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভটভটি চালকরা

আবুল কাশেম জামালপুরঃ-
ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলার ভটভটি চালকরা।
শুক্রবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ভটভটি চালক হাফিজুর রহমান হবি, লাল মিয়া, ছাইফুল ইসলাম ও শহিদুল ইসলাম।
এসময় বক্তারা অভিযোগ করেন, কৃষিপণ্য ও পশু পরিবহনসহ বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়ার কাজে ভাড়ায় চলে এসব ভটভটি। জেলার প্রায় ৫ হাজার ভটভটির সাথে অন্তত ১৫ হাজার পরিবার জড়িত রয়েছে। সম্প্রতি ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন ভটভটি চালকরা।

Leave A Reply

Your email address will not be published.