ব্রেকিং নিউজ

ছাত্র সংস্থার সাবেক দায়িত্বশীল সাংবাদিক মোসাদ্দিক সাজুল স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত।

বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:

বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক দায়িত্বশীল ও সাপ্তাহিক বিশ্বনাথ বার্তার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বাদ আছর উপজেলা মডেল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব হাফিজ মাওলানা খাইরুল ইসলাম ও ছানী ইমাম হাফিজ মুছা আহমদ।

সংস্থার প্রতিষ্টাতা সভাপতি ও দেওকলস মাইজগ্রাম দাখিল মাদরাসার সুপার মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে মিলাদ মাহফিল পরবর্তী স্মরণ সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ছয়ফুল হক, উপজেলা পরিষেদর ভাইস চেয়ারম্যান ও সংস্থার সাবেক সভাপতি প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সিলেট দরগা গেইট প্রাইম ব্যাংক ইসলামি শাখার ম্যানেজার তাজ উদ্দীন আহমদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও সংস্থার সাবেক সভাপতি শফিক আহমদ-পিয়ার, প্রয়াত মোসাদ্দিক সাজুল এর ছোট ভাই খছরু আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও বিশ্বনাথ কামিল মাদরাসার শিক্ষক মাওলানা লুৎফুর রহমান গোয়াহরী, প্রতিষ্টাতা সদস্য ও আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবুল বশর মোঃ ফারুক, ছাত্র সংস্থার সাবেক সভাপতি ও ভুরকি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন, সাবেক সভাপতি ও দশপাইকা আলিম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা হেলাল আহমদ, সাবেক সভাপতি ও সমসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাফুর রহমান, সাবেক সভাপতি ও ইউকে ইয়ুথ এর পরিচালক জামাল উদ্দিন, সাবেক সভাপতি ও বিশ্বনাথ মহিলা কলেজের পরিচালক আজিজুর রহমান, সাবেক দায়িত্বশীল ও শেখ হাবিবুল্লাহ মাস্টার দাখিল মাদরাসার সুপার মাওলানা শেখ শাহিদুর রহমান, সাবেক দায়িত্বশীল ও ইস্টার্ণ ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার ম্যানেজার ইয়াহইয়া কাওছার জামিল, প্রবাসী আব্দুস সালাম শিবলী, শরীফ আহমদ, হোসাইন আহমদ রাজন, বর্তমান সভাপতি মাওলানা আবুল কাসেম, সহ সভাপতি সাইদুল ইসলাম, সহ সভাপতি আজাদুল ইসলাম আজাদ, ইমাদুর রহমান, ফয়সল আহমদ, আলী জুবায়ের সাজেদ প্রমুখ।

এছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.