ব্রেকিং নিউজ

গাইবান্ধায় বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের টানা বৃষ্টিতে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন শত-শত মানুষ।

বৃহস্পতিবার (৬ জুলাই) গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের পানিবন্দি এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল আলম। এসময় কামারজানি ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে খারজানির চরে বানভাসি মানুষের মাঝেশুকনো খাবার চিড়া, মুড়ি, চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল আলম জানান, গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্ন অ লগুলোতে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শন করে পানিবন্দি মানুষের মাঝে ২৫০ প্যাকেট শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.