ব্রেকিং নিউজ

পদ্মা সেতুতে পরীক্ষামূলক চলন্তগাড়িতে টোল আদায় শুরু:তবে সবার জন্য ওপেন হতে সময় লাগবে আরো দুতিন মাস।

আফরোজা আক্তার মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
স্বপ্নের পদ্মা সেতুতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চলন্তগাড়ি থেকে টোল আদায় অর্থাৎ ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
বুধবার সকাল সারে ১০ টায় সেতু সচিব মঞ্জুর হোসেন নিজেই গাড়ি চালিয়ে এটি শুরু করেন।এতে করে পদ্মা সেতুর দুই প্রান্তে রেডিও ফ্রিকোয়েন্সী আইডেন্টিফিকেশন আরএফআইডি পদ্ধতিতে একটি করে বুথে এই পরীক্ষামূলক টোল আদায় শুরু হরা হয়েছে।
এতে রেজিষ্ট্রেশন করা যে কোন যানবাহন টোল প্লাজার সামনে আসলেই রোবটিক ক্যামেরার মাধ্যমে যানবাহন সনাক্ত করে অটোমেটিক টোল আদায় করা হবে।
সেতু মন্ত্রণালয়ের সচিব মোঃ মনজুর হোসেন পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে জানান,বুধবার সকাল থেকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। এতে পদ্মা সেতুতে টোল আদায় আরও দ্রুত ও সহজ হবে। আপাতত এই টোল আদায় কার্যক্রম পরীক্ষামূলক চলবে।তবে আগামী দু তিন মাসের মধ্যে এটি সবার জন্য ওপেন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.