মহেশপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

শামীম খান জনী,ঝিনাইদহ।
“সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষন” এই শ্লোগানকে সামনে নিয়ে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে র্যালী, বৃক্ষবিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আয়োজনে ও শিশু নিলয় ফাউন্ডেশসের বাস্থবায়নে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কৃষি অফিস চত্তরে গিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাত্তার,শিশু নিলয় ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষন রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য ঠিক থাকলে পৃথিবী সুন্দর থাকবে। বিশেষ করে প্লাস্টিক বর্জনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই পরিবেশ রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহবান জানান তারা।
অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষায় বৃক্ষবিতরণ করা হয়।