ব্রেকিং নিউজ

সাকিবের ওপর চটলেন বিসিবি সভাপতি!

সাকিব আল হাসান সাউথ আফ্রিকা সিরিজে ওয়ানডে খেলার জন্য পুরোপুরি ফিট না, রবিবারই দেশ ছাড়ায় সময় শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সেকথা জানিয়েছিলেন। বলেছিলেন, শারীরিক ও মানসিক দুইদিক থেকেই আসন্ন সিরিজের জন্য তিনি ফিট নন।

দিন না ঘুরতেই সাকিবের দিকে পাল্টা অভিযোগের তীর ছুড়েছেন ‍বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘ও যদি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকে, তাহলে তো আইপিএলের জন্য খেলতে যাওয়ার কথা না; কিন্তু সে তো আবেদন করেছে। তাহলে কি আইপিএলে সুযোগ পেলেও এ রকম বলতো? বলতো খেলব না?’

তিনি আরও বলেন, ‘আবার কোথায় যেন বলেছে শুনলাম, সে ওডিআই খেলবে না টেস্ট খেলবে! যে যদি যেতে না চায় এটা নতুন কিছু না। আমার মনে হয় সে একটু মেন্টালি ডিস্টার্বড। ও দুই দিন সময় নিয়েছে। একটু ভাবুক। ভেবে আমাদের জানাক। বিশ্বের প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলা। যখন নাকি দল জিতে আর ওই টিমে সে থাকে তখন সেইটা হবে দারুণ খুশির ব্যাপার। সেখানে সে নাকি সাকিব এই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ সে নাকি এনজয়ই করে নাই! সে এনজয়ই করে নাই..।
পাপন এসময় আরও বলেন, ‘কিছু দিন আগে বিসিবিতে গিয়েছিলাম, শুনলাম ও একটা চিঠি দিয়েছে। ও টেস্ট বেশ কিছু দিন খেলবে না। এটা ৬-৭ মাস হবে, এক্স্যাক্ট মনে নেই, তখন মনে হয়েছিল ৬ মাস। পরে শুনলাম আরও লম্বা। সাকিবকে জিজ্ঞেস করলাম। আমি শুনলাম ঐ সময় আমাদের দুইটা সিরিজ আছে। তখন ওর আইপিএল। আমি তখন বললাম- দক্ষিণ আফ্রিকা সফরে না খেললেও শ্রীলঙ্কার সাথে খেলা উচিৎ, যেহেতু ঘরের মাঠে খেলা। ও সাথে সাথে রাজি হল। বলল- ‘হ্যাঁ আমি খেলব। এবার তো অনেকগুলো খেলা, অল্প কিছু মিস করব, কোনো অসুবিধা নেই।’

Leave A Reply

Your email address will not be published.