ব্রেকিং নিউজ

প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গাড়িতে আবার সংকুচিত গ্যাস বা সিএনজি সীমিত করতে চাইছে সরকার। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

সিদ্ধান্ত কার্যকর করতে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

রোববার মন্ত্রণালয়ের সহকারী সচিব সায়মা আক্তারের সই করা চিঠিটি পাঠানো হয়, যা সোমবার গণমাধ্যমের হাতে আসে।

এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো আদেশ আসেনি। তবে পেট্রোবাংলাকে জাতীয় তিনটি দৈনিকে বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১৯ জুলাই গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন নিয়ে বৈঠকে সিএনজি স্টেশন বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে এবং প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি হয়।

সেদিনের নেয়া সিদ্ধান্তটি ছিল, ‘বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে।’

Leave A Reply

Your email address will not be published.