ব্রেকিং নিউজ

ভোলায় জন্মদিনের ছবি ফেসবুকে পোস্ট না করার কারণে গরুর হাট থেকে ডেকে নিয়ে অতর্কিত হামলা ও টাকা ছিনতাই অভিযোগ

স্টাফ রিপোর্টার।

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সী ৮ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয় পার্টি (বি.জে.পি’র) সদর উপজেলার ছাত্র সমাজের আহ্বা কমিটির সদস্য মোঃ আক্তার হোসেন টিটু কোরবানির গরু কিনতে পরানগঞ্জ বাজারে যান, একই দলের মোহাম্মদ মাসুম, শাকিল সহ ১০-১২ জন মিলে চা খাওয়ানোর কথা বলে, আক্তার হোসেন টিটু কে ডেকে নিয়ে, টিটু কে বলে আমার জন্মদিনের ছবি ফেসবুকে পোস্ট করিস নি কেন, এই কথা বলেই পরানগঞ্জ বাজারে লোক সমাগমের মধ্যে আক্তার হোসেনের উপর অতর্কিত হামলা চালিয়ে গরু কিনার ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যান বলে অভিযোগ করেন আহতর পরিবার। গতকাল ২৪/৬/২০২৩ তারিখ রাত ৮ টার সময়। ভুক্তভোগীর পরিবার আহত টিটু কে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন (বেড নং ৩৫) এদিকে আহত টিটু অভিযোগ করে বলেন,
মাসুম, শাকিল সহ আরও অনেকে তিনি আরও বলেন, ওখানে আওয়ামী লীগের পার্টি অফিসের রাস্তার অপর অপুর পাশে আমাকে এলোপাতাড়ি মারধর এবং আমার পকেট থেকে টাকা ছিনতে করে নিয়ে যান মাসুম, শাকিল এই ঘটনাটি সম্পূর্ণ আওয়ামী লীগের অফিসে সিসি ক্যামেরায় ভিডিও হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, ভুক্তভোগী আক্তার হোসেন বলেন, তারা এখন মিথ্যা নাটক করে তাদের এখন খালি দোকান খালি দোকানে ২-৩০০ টাকার মালামাল রেখে এগুলো এলোমেলো করে এখন আমার বিরুদ্ধে ৪০ হাজার টাকা না দেওয়ার জন্য এবং এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এই নাটকীয় প্রলোভন চালাচ্ছে। আমি এই ঘটনার সম্পূর্ণ ভিডিও আওয়ামী লীগের অফিসে সিসি ক্যামেরা রয়েছে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ভিডিও ফুটেজে যে দোষী তার বিরুদ্ধে আইনান্য ব্যবস্থা নেওয়া জন্য আমি পুলিশ সুপারের কাছে জোর অনুরোধ করেছি।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

Leave A Reply

Your email address will not be published.