ব্রেকিং নিউজ

চট্টগ্রামে ইসলামের আলো ছড়িয়েছেন পীর-আউলিয়ারা

চট্টগ্রামে ইসলামের আলো ছড়িয়েছেন পীর-আউলিয়ারা
চট্টগ্রাম-১৫ জুন’২০২৩খ্রি.
পীর-আউলিয়াদের হাত ধরে চট্টগ্রামে ইসলামের আলো ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। সোমবার নগরীর জেলরোডস্থ আমানত শাহ (রহ.) এর ওরশ উপলক্ষে মাজার জেয়ারত করেন মেয়র।

জেয়ারতের পর মাজার সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন মেয়র এবং মাজারে আসা-যাওয়ার একাধিক পথের উন্নয়ন হচ্ছে বলে মাজারে আসা দর্শনার্থীদের জানান মেয়র। এসময় মেয়র বলেন, চট্টগ্রামে মুসলিম জনসংখ্যার আধিক্যের অন্যতম কারণ পীর আউলিয়াদের নিরলস পরিশ্রম। পাশাপাশি চট্টগ্রামে যে অসাম্প্রদায়িক সংস্কৃতি রয়েছে তার অন্যতম কারিগর পীর আউলিয়ারা। কারণ তারা ধর্মীয় পরিচয় যে মানুষের পরিচয়ের চেয়ে মানবিক পরিচয়কে প্রাধান্য দিয়েছেন। এ কারণে মুসলিম পীর-আউলিয়াদের মাজারে হিন্দু-বৌদ্ধ- খৃষ্টানসহ সব ধর্মের, সব বর্ণের মানুষরাই তাদের মনোবাঞ্ছা পূরণের প্রত্যাশায় জিয়ারত করেন।

এসময় মেয়রের সাথে মাজার জেয়ারত করেন কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত নারী কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা এবং সহকারী প্রকৌশলী আসীর হামীম, উপ-সহকারী প্রকৌশলী তানজিম ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, নেছার আহমদ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.