ব্রেকিং নিউজ

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ বগুড়া প্রসক্লাব ও ডিইউজের প্রতিবাদ সমাবেশ মানববন্ধন

মোঃ শামসুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষাভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বলা ১১টায় শহরর সাতমাথায় বগুড়া প্রেসক্লাব এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নে যৌথভাব এ কর্মসচির আয়োজন করে।
বগুড়া প্রেসক্লাবর সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিটুর সভাপতিত্ব কর্মসূচিতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বগুড়া প্রেসক্লাবর সভাপতি মাহমুদুল আলম নয়ন।
এ সময় বগুড়া সাংবাদিক ইউনিয়নর সাধারণ সম্পাদক জি এম রউফের পরিচালনায় অন্যান্যদর মধ্য বক্তব্য রাখন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নর নির্বাহী সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, ফেডারেল সাংবাদিক ইউনিয়নর নির্বাহী সদস্য ও বগুড়া সাংবাদিক ইউনিয়নর সাবেক সভাপতি এ এইচ এম আখতারুজ্জামান, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, প্রতিদিনর বাংলাদেশ পত্রিকার বগুড়া ব্যুরা প্রধান মোহন আকন্দ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবদক আনোয়ার পারভেজ এবং বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু।
প্রধান অতিথি মাহমুদুল আলম নয়ন বলন, সাংবাদিকরা রাষ্ট্রর ৪র্থ স্তম্ভ। কিন্তু সাংবাদিক নির্যাতন বেড়েই চলছে । সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। যার ফল হিসেবে আজ নাদিম হত্যাকাণ্ড। আমরা সাংবাদিক নাদিমসহ দেশের সকল সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে। একই সাথ আজকের এই সমাবেশ থেকে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণ করার জার দাবি জানানা হয়।
কর্মসূচিতে বগুড়ায় কমর্রত প্রিট ও ইলক্ট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন, বগুড়া প্রেসক্লাবর সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, দৈনিক জনকন্ঠর সিনিয়র স্টাফ রিপার্টার সমুদ্র হক, বাংলাভিশনর আব্দুর রহিম বগরা, বগুড়া প্রেসক্লাবর সহসভাপতি এসএম কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ইত্তেফাকের মিলন রহমান, বাংলাদশ প্রতিদিন বগুড়ার সিনিয়র স্টাফ রিপার্টার আব্দুর রহমান টুলু, দৈনিক সমকালর সিনিয়র রিপার্টার লিমন বাসার, বগুড়া প্রেসক্লাবর দপ্তর সম্পাদক শফিউল আয়ম কমল, কাষাধ্যক্ষ আবুল কালাম আজাদ ঠান্ডা, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মোঃ: শামসুল আলম লিটন ফোটা জার্নালিস্ট এসাসিয়শনর সভাপতি আসাফ উদ দৌলা ডিউক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বগুড়া প্রেসক্লাবর নির্বাহী কমিটির সদস্য ও চ্যানল ২৪ এর বগুড়া প্রতিনিধি ফরহাদুজ্জামান শাহী, নয়াশতাব্দির আলমগীর হাসন, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপার্টার সঞ্জু রায়, বগুড়া সকল স্তরর সাংবাদিকরা উপস্তি ছিলেন।
মোঃ শামসুল আলম লিটন
ব্যুরো চীফ উত্তরবঙ্গ

Leave A Reply

Your email address will not be published.