ব্রেকিং নিউজ

সীমান্তবর্তী এলাকা ধলই থেকে ৩ রোহিঙ্গা নারী আটক।

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তবর্তী এলাকা থেকে তিন রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে দুপুরে কমলগঞ্জ থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
আটককৃত রোহিঙ্গা নারীরা হলেন, মিনারা বেগম (২০), স্বামী-সৈয়দুল আমিন, উখিয়া ক্যাম্প-১৪, ব্লক-সি-১, ফরমিনা বেগম (২০), পিতা-ইকবাল আহমদ, ক্যাম্প-৫, ব্লক-বি-১, হামিমা বেগম (২০), পিতা-নুর আলম, ক্যাম্প-১৪, ব্লক-বি-৩।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া থেকে কয়েকজন রোহিঙ্গা নাগরিক কমলগঞ্জের ধলই সীমান্তবর্তী এলাকায় আসে। বর্ডার দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্য এই এলাকা ব্যবহার করে ভারতে পারি জমানোর ট্রানজিট রোড় হিসেবে আসে। শুক্রবার সকালে ১০টায় ৩ জন নারী সদস্য ধলই বিজিবি সদস্যদের হাতে আটক হয়।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের এসআই মহাদেব বাচাড় সঙ্গীয় দল তাদের কমলগঞ্জ থানায় নিয়ে আসেন।
কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর সাথে সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করলে জানান, আটককৃত ৩ নারী রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.