ব্রেকিং নিউজ

শেরপুরের ঝিনাইগাতীর বাতিয়াগাঁও গ্রামে রাস্তার জন্যে জন দূভোর্গ পোহাচ্ছে

গোলাম রব্বানী—টিটু:(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামে একটি রাস্তার প্রশস্তর কারণে জন দুভোর্গ পোহাচ্ছে এলাকাবাসী । জানা গেছে এই রাস্তাটি দিয়ে ৫ শতাধিক জনসাধারণ চলাফেরা করে থাকে । রাস্তাটির এক প্রান্তে খরের পালা বাশ দিয়ে আটকিয়ে ও অপরদিকে একটি গাছের জন্যে প্রতিবন্ধকতা সৃষ্ঠি করা হয়েছে । যার ফলে রাস্তটি দিয়ে কোন কৃষি পণ্য ও মালামাল আনয়নে সমস্যা দেখা দিয়েছে । এর সূত্র ধরে তৎকালীন সময়ে ঝিনাইগাতী থানায় মামলা ও অভিযোগ করা হলেও তার কোন ব্যবস্থা না হওয়ার ফলে জনসাধারণের চলাফেরার ব্যাপক বিঘ্ন ঘটছে । ওই গ্রামের মৃত হায়দর আলীর ছেলে উজির আলী রফিকুল ইসলাম সহ ৫জনকে বিবাদী করে থানায় অভিযোগ দ্বায়ের করেন । পূর্ব শুত্রতার জের ধরে উভয় পক্ষের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী এক সংর্ঘসের ঘটনা ঘটে । ১৩/১১/২০২১ ইং তারিখের রোজ শনিবার সকাল সাড়ে নয়টার সময় শফিকুল ইসলামের বসত বাড়ির ভিতরে অনাধিকার ভাবে প্রবেশ করে মৃত ইন্তাজ আলীর ছেলে রফিকুল ইসলাম ছানা(৫৫) রশিদুল বারী সোহাগ(৩৫) সহ ১৫জন পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র ও রাম দা লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ককেক জনকে মর্মান্তিক ভাবে আহত করে বলে মামলা সূত্রে জানা গেছে। এই ঘটনায় মৃত হায়দর আলীর ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে ১৫জনকে আসামী করে তৎকালীন ঝিনাইগাতী থানায় ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬(২) ১১৪/ ও ৩৪ ধারায় ১৩/১১/২১ সালে একটি মামলা করেন মামলা নং ০৮ তাং১৩/১১/২১ । মামলাটি শেরপুর কোর্টে বিচারাধীন আছে । এলাকাবাসী জানায় রাস্তাটি সামান্য প্রশস্ত হলে সমস্যাটা সমাধান হবে । রাস্তাটির কারণেই রক্তক্ষয়ী সংঘর্স হয়েছে । এ ব্যাপারে বিবাদীদের সাথে যোগযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি ।

Leave A Reply

Your email address will not be published.