কবিতা ঃ তোমার জন্য। কলমে ঃ দেবিকা রানী হালদার। তারিখ ঃ ১৫.১১.২০২৪
কবিতা ঃ তোমার জন্য।
কলমে ঃ দেবিকা রানী হালদার।
তারিখ ঃ ১৫.১১.২০২৪
তোমার জন্য ইডিপাসের কি যন্ত্রণা
বুকের ভিতর লাভা প্রবাহের দগ্ধ যাতনা,
বুক এক নদী, তার পাড় ভাঙ্গন নিরবধি
কমবে না তোমার বুকে বুক স্পর্শ যে অবধি!
বুকের ভিতর বিষ মাখা বেয়নেটের খোঁচা
ইচ্ছে করলে আঁচল দিয়ে যায় না মোছা,
বুকের ভিতর শরবিদ্ধ আহত পাখির যন্ত্রণা
কে দিলো কানে কানে সেদিন তোমায় কুমন্ত্রণা?
কেন সরে গেলে দূরে, অনেক দূরে
সহস্র দায়িত্ব দিয়ে, সন্তান সংসার বুক খায় কুরে কুরে,
আমি পালাতে চাই এমন অগোছালো জীবন থেকে
বুকের ভিতর এতো অব্যক্ত কষ্ট রেখে!
আমার বুকের ভিতর নষ্ট ফসল, কীটের বাস
বজ্র ঝড়ে ভগ্ন হৃদয় চলে না আর শ্বাস-প্রশ্বাস!
বন্দি আমি বুকের ভিতর অস্থিরতা ছটফটানি
জীবন আমার হিসাব-নিকাশ ফসকা গেরো বজ্রাটুনি!
বুকের ভিতর ঝাঁঝরা বুকের শহীদ শত
‘৫২ থেকে ২০২৪, হিসাব তোমায় দেবো কত?
প্রভাত ফেরি সেই ফেব্রুয়ারী যাচ্ছি ভুলে
আজ-ও যেথা সারাবিশ্ব সন্মান জানায় ফুলে ফুলে !
ভুলে যাচ্ছি তিরিশ লক্ষ শহীদের রক্ত স্রোত
ব্যক্তি সমাজ রাষ্ট্র ভাবলে বুকের ভিতর জন্মে ক্রোধ!
ক্যাপশন ঃ
লেখক নিজে।