ব্রেকিং নিউজ

এদেশের মানুষ ও আলেমসমাজ বোকা না- মাওলানা মামুনুল হক 

আফরোজা আক্তার মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন জাতিসংঘের যে আঞ্চলিক মানবাধিকার অফিস বাংলাদেশে করবার পায়তারা করছেন আর এ জন্য যে বয়ান তৈরি করছেন- দেশের মুসলমান আর এদেশের আলেম সমাজকে যদি এতো বোকা ভাবেন, তাহলে আমি মনে করি আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন।

এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদ্দেশ্য করে বলেন, আপনাদের কাজ দেশের আভ্যন্তরীণ সংস্কার করা। সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে ক্ষমতা বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর করুন।

রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবীতে মুন্সীগঞ্জে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

বুধবার সকালে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠ প্রাঙ্গনে ওই সম্মেলন শুরু হয়। 

এতে সভাপতিত্ব করছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন চট্রগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী।

সম্মেলনে যোগ দিতে বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের হাজার-হাজার মানুষ কলেজ মাঠ প্রাঙ্গনে উপস্থিত হতে শুরু করেন।#

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

আফরোজা আক্তার 

তাং৩০.১০.২৪ ইং

Leave A Reply

Your email address will not be published.