বাংলাদেশ রেলওয়েতে নতুন সংযোজন -বাজার ব্যবস্থা পরিবর্তন,প্রান্তিক কৃষকের পণ্যাদি পরিবহন।
আহমেদ ইমরান:বাংলাদেশ রেলওয়েতে নতুন সংযোজন -বাজার ব্যবস্থা পরিবর্তন,প্রান্তিক কৃষকের পণ্যাদি পরিবহন, মধ্যস্বত্বভোগী ফরিয়ারদের আধিপত্য ভেঙ্গে দিতে জাতির এই ক্রাইসিস মুহুর্তে বরাবরের মত “বাংলাদেশ রেলওয়ে” এগিয়ে এসেছে৷ আপনারা আপনাদের যাবতীয় বাজার সংক্রান্ত যাবতীয় পণ্যাদি এই ট্রেনে ঢাকা এনে সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবেন অত্যন্ত স্বল্প মূল্যে। এখানে নেই কোন দালালের কারসাজি, নেই ফরিয়াদদের চালাকি বা ঠকানোর সুযোগ,নেই পথে পথে চাঁদাবাজির মত ঘটনা!
আপনি আপনার উৎপাদিত পণ্য নিজেই পৌঁছে দিবেন শহরের ক্রেতাদের কাছে। সিলেট,নোয়াখালী,চট্টগ্রাম অঞ্চল থেকে আপনি এই সুযোগ খুব সহজেই নিতে পারবেন সংশ্লিষ্ট স্টেশনের দায়িত্বশীল ব্যক্তির নিকট হতে।
আপনাদের বলে রাখি,বিগত বছর গুলো তে কুরবানী গরু আনার জন্যে ক্যাটেল স্পেশাল ট্রেন,আমের সিজনে ম্যাঙ্গ স্পেশাল ট্রেন পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে।
এটি অত্যাধিক নিরাপদ, সময় অনেক সাশ্রয়ী প্রান্তিক কৃষক ভাইদের জন্যে।
দেশের চলমান বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে বিনীত অনুরোধ রইলো আপনারা যারা এই পোস্ট দেখবেন,পাশ্ববর্তী কৃষক ভাইদের অবশ্যই অবহিত করবেন।
ঢাকা স্টেশন, বিমানবন্দর, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্টেশনে থেকে এই সেবা পাওয়া যাবে। এরকম সুন্দর উদ্যোগ নেয়ার জন্য রেলওয়ের বাণিজ্যিক বিভাগের কর্মকর্তাদের জানাই শুভেচ্ছা।