ব্রেকিং নিউজ

ব্যবসায়ী জামিল হত্যায় স্ত্রী মৌসুমি জামিল ও ভায়রা সহ ৩ জনের আমৃত্যু কারাদণ্ড।

আফজাল হোসাইন ঢাকা জজকোর্ট:
ডি এম পি চকবাজার থানার মামলা নম্বর ০২(৫)১৬,
দায়রা মামলা নম্বর ১৯৫৮০/২০,
ভিকটিম জামিলের বড় বোন শাহিদা পারভীনের বাদী হয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত মহানগর দায়রা জর্জ ৬ষ্ঠ আদালত , ঢাকা এর বিচারক মোহাম্মদ মোরশেদ আলম আজ চাঞ্চল্যকর জামিল হত্যা মামলার রায় প্রদান করেন।
মামলার বিবরণীতে জানায় ১নং আসামী মৌসুমী জামিল তাহার বড় বোনের স্বামী জুয়েলরানা ওরফে তানভীরের সঙ্গে পরকীয়ার জের ধরেই মৌসুমী জামিলের স্বামী কসমেটিকস ব্যবসায়ী জামিল কে
গলা কেটে হত্যা করা হয়।
নিহত জামিলের স্ত্রী ১ নং আসামী মৌসুমী জামিল ও তাহার পরকীয়া প্রেমিক এবং আপন বড় বোনের স্বামী ২ নং আসামী জুয়েল রানা ওরফে তানভীর ও ভাড়াটে খুনী ৩ নং আসামী শফিকুল আলম ওরফে কশাই আলম গভীর রাতে বটি ও চাপাতি দিয়ে জবাই করে জামিলের মৃত্যু নিশ্চিত করে লাশ বক্স ঘাটের নিচে লুকিয়ে রাখে।
উল্লেখিত আসামীদের কে দ্য পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আমৃত কারাদণ্ডে দন্ডিত করা হয়।
অপর ৪ নং আসামী এমরান ৫নং আসামী এরফান (১ নং আসামীর পিতা)
ও ৬ নং আসামী ইউনুস এর ১৮৬০ এর ৩০২ /৩৪ ধারায় অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত না হওয়ায় খালাশ প্রদান করা হয়।
——————————————————-
ডি এম পি চকবাজার থানার মামলা নম্বর ০২(৫)১৬,
দায়রা মামলা নম্বর ১৯৫৮০/২০,
ভিকটিম জামিলের বড় বোন শাহিদা পারভীনের বাদী হয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত মহানগর দায়রা জর্জ ৬ষ্ঠ আদালত , ঢাকা এর বিচারক মোহাম্মদ মোরশেদ আলম আজ চাঞ্চল্যকর জামিল হত্যা মামলার রায় প্রদান করেন।
মামলার বিবরণীতে জানায় ১নং আসামী মৌসুমী জামিল তাহার বড় বোনের স্বামী জুয়েলরানা ওরফে তানভীরের সঙ্গে পরকীয়ার জের ধরেই মৌসুমী জামিলের স্বামী কসমেটিকস ব্যবসায়ী জামিল কে
গলা কেটে হত্যা করা হয়।
নিহত জামিলের স্ত্রী ১ নং আসামী মৌসুমী জামিল ও তাহার পরকীয়া প্রেমিক এবং আপন বড় বোনের স্বামী ২ নং আসামী জুয়েল রানা ওরফে তানভীর ও ভাড়াটে খুনী ৩ নং আসামী শফিকুল আলম ওরফে কশাই আলম গভীর রাতে বটি ও চাপাতি দিয়ে জবাই করে জামিলের মৃত্যু নিশ্চিত করে লাশ বক্স ঘাটের নিচে লুকিয়ে রাখে।
উল্লেখিত আসামীদের কে দ্য পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আমৃত কারাদণ্ডে দন্ডিত করা হয়।
অপর ৪ নং আসামী এমরান ৫নং আসামী এরফান (১ নং আসামীর পিতা)
ও ৬ নং আসামী ইউনুস এর ১৮৬০ এর ৩০২ /৩৪ ধারায় অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত না হওয়ায় খালাশ প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.