জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত তিন আহত এক

জামালপুর: জামালপুর শহরের বেলটিয়া টিউবওয়েলপাড় ত্রিমোড়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ তিন যাত্রীর মৃত্যু হয়েছে৷ এতে আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (৪ অক্টোবর) ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেলান্দহ উপজেলার কাপাশাহাটিয়া এলাকায় জয়দর হোসেনের ছেলে রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবওয়েলপাড় কেন্দুয়া কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলো অটোরিকশাটি। এ সময় পেছন থেকে জামালপুরমুখী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক। এ সময় আহত হন চারজন। তাদের মধ্যে মাদরাসা শিক্ষককে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে জামালপুর সদর হাসপাতালে নিলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি একজন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পেয়েছি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি দুজন হাসপাতালে মারা গেছে। তাদের মরদেহ আনার জন্য কাজ চলছে। ট্রাকটি আটক করা যায়নি। আর অটোরিকশাটি থানায় আনা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.