বাইতুল্লাহকে নিয়ে বিশিষ্ট কবি ও লেখিকা সুরাইয়া আলমগীর আবেগ ঘন কবিতা

চলি কাবার পথে

সুরাইয়া আলমগীর আনারকলি

দুনিয়াদারীর শান্ শওকত
ভূলে আত্নগরিমা এ দুনিয়ার বাহাদুরি
চলি যে মোরা কাবার পথে
যেথায় আছে বিশ্ব মুসলিমের মহামিলন।
পূণ্যবাণের দলে হতে শামিল-
চলি দৃঢ় সংকল্পে আল্লাহর রাহে
হে বিশ্ব প্রতিপালক!
আমার অনুশোচনা গ্রহণ করো।
আমার আবেদন কবুল কর মালিক
তোমার ঘরের মেহমান হতে চেয়েছি আমি
হে পরওয়ারদিগার!
তুমি আমার অন্তরকে বিকশিত কর
তোমার করুণার আশায় ছেড়েছি
দুনিয়ার লোভ লালসা।
কেবল তোমার কাছেই করিতে আত্মসমর্পণ চলেছি আমি
কাফেলার সাথে বিশ্ব মুসলিমের
মাঝে এক ঐকোর , এক ভ্রাতৃ ত্বের
বন্ধনে মিলিত হতে ছেড়েছি জগত সংসার
ভূলে ইহ জগতের জাগতিক শৌর্ষবীর্য
এক সৃষ্টিকর্তার কাছে পরকালের শান্তি
লভিতে ছুটেছি আমি কাবার পথে
হে পরওয়ার দিগার বিশ্বের মালিক
তুমি এক অদ্বিতীয় তুমি।
তোমার কাছে নতজানু হই লভিতে শান্তি
করে পরিত্যাগ জগতের লোভ লালসা।
সৃজিছো তুমি এ জগত সংসার
করেছ সৃষ্টি মোদের করিতে তোমার উপাসনা।
আমার রূহকে নূরানী দ্বারা করো আলোকিত
হে দুই জাহানের মালিক ।
তোমার দিদার তোমার রহমত
তোমার কৃপা পেতে চলেছি যে আমি কাবার পথে
তুমি কবুল করো মালিক।
তুমি জাহান্নামের আগুনের হাত থেকে পরিত্রাণ করো,
তুমি হে দুই জাহানের মালিক
তুমি সর্বে সর্বা।
তুমি ক্ষমাশীল কাবার ছোঁয়ায় আমাকে পূণ্যবাণ করো
ভূমিষ্ঠ শিশুর ণ্যায় ,আমাকে ক্ষমা করো প্রভু!
তুমি তো ক্ষমাশীল এ জগতের সকল গুনাহ ক্ষমা করে দাও।
চলেছি যে আমি তোমার মেহমান হয়ে
হজ্জ্ব ব্রত করিতে পালন।
হাজির তোমার দ্বারে
আমি যে অসহায় তোমার ক্ষমায়
পাব দীদার এই আশায় ছেড়েছি ঘর,
তোমার মেহমান হয়ে ছুটেছি
কা বার পথে তোমার নৈকট্যের আশায়
আমি হয়েছি হাজির তোমার তরে
তোমারই রহমতের ছায়া তলে মিলিত
হব এক তৌহিদের বাণী এক সাম্যের পতাকার তলে।
কাবার ছোঁয়ায় গলবে যে আমার গুণার পাহাড়
আমি যে কাবার পথে এক মুসাফির ।
কবুল করো হে মালিক আমার
এ অভিপ্রায় আমি যে তোমারি
করুনার প্রত্যাশী

Leave A Reply

Your email address will not be published.