ব্রেকিং নিউজ

ডুমুরিয়ায় দাম কমেনি আলু-পেঁয়াজের, নাগালের বাহিরে ইলিশ

সেলিম আবেদ, খুলনা  প্রতিনিধি 

বাজারে ইলিশের আমদানি  বেশ। তবে দাম এখনো ক্রেতার নাগালে বাইরে। এদিকে সরকার নির্ধারিত পন্য তালিকা হলেও এখনো দাম কমেনি আলু-পেঁয়াজের। এখনো প্রতি কেজি আলু ৬০ থেকে ৬৫  টাকায় এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজিতে। রবিবার ( ৮ সেপ্টেম্বর) ডুমুরিয়ার বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। মাছের বাজার ঘুরে দেখা গেছে, এক কেজির কিছুটা বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৪ শ টাকা থেকে ২ হাজার  টাকা,  ৫০০ গ্রাম বা তার একটু বেশি  ওজনের ইলিশের কেজি কিনতে ১ হাজার থেকে ১২ শ  টাকা। কয়েকজন ব্যবসায়ী জানান, ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে সব ধরনের মাছের কেজিতে ২০ থেকে ৫০ টাকা কমেছে। মাঝারি আকারের পাঙাশ মাছের কেজি ১৮০ থেকে ২২০ টাকা

হাইব্রিট কইয়ের কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা,তেলাপিয়ার কেজি ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মাঝারি আকারের রুই ও কাতলা মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। চিংড়ির দামে হেরফের নেই। আগের মতোই মানভেদে মাঝারি আকারের চিংড়ির কেজি কেনা যাচ্ছে ৬৫০ থেকে ৮০০ টাকায়। ব্রয়লারের কেজি বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭৫ টাকায়। অপরিবর্তিত সোনালি মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকা দরে। তবে কিছুটা কমেছে গরুর মাংসের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়। এদিকে পেঁয়াজ ও আলু আগের সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে । স্থানীয় সচেতন মহলের মন্তব্য দেখার যেন কেই নেই। ডুমুরিয়া উপজেলার  বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ আগের মতো ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আলুও আগের মতো ৬০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। পাইকারি বাজার থেকে পেঁয়াজ, আলু কিনে এনে স্থানীয় বাজারে বিক্রি করেন শফিকুল নামের এক বিক্রেতা। এসবের দাম বিষয়ে তিনি বলেন, বেশ কিছু দিন ধরেই খুচরা বাজারে পেঁয়াজ ১৩০ টাকায় এবং আলু ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আজও সেই দামই চলছে। পেঁয়াজ ও আলুতে শুল্ক কমিয়েছে সরকার তা শুনেছি কিন্তু বাজারে এর প্রভাব  পড়েনি। সরকারি ভাবে বাজার মনিটরিং হলে হয়তো সম্ভব হবে। এদিকে সবজির বাজার ঘুরে দেখা গেছে, ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে পটোলের কেজি। বেগুন ৭০ টাকা, বরবটি ৮০ টাকা, কাঁচামরিচ ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

সেলিম আবেদ——–তাং ৪-৯-২৪

Leave A Reply

Your email address will not be published.