ব্রেকিং নিউজ

প্রকল্পের উন্নয়ন ব্যয়ের সাথে মানুষের ভাগ্যোন্নয় একত্র করা যাচ্ছে না-মুন্সীগঞ্জে রেল উপদেষ্টা 

আফরোজা আক্তার মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 

দেশের প্রকল্পের উন্নয়ন ব্যয়ের সাথে মানুষের ভাগ্যো উন্নয়ন  একত্র করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন শেষে তিনি শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাওয়া রেল স্টেশনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন,উন্নয়ন ব্যয়ের সাথে মানুষের উপকারের কোনো যোগসূত্র নেই। তিনি বলেন রাজপথে হতাশার কারণ একদিকে বলা হচ্ছে দেশের জিডিপি বাড়ছে জিডিপির গ্রোথ বাড়ছে কিন্তু মানুষ সেটার সুফল পাচ্ছে না।

তিনি আক্ষেপ করে বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে  যে রেল লাইন করা হয়েছে তা মানুষের কতোটা উপকারে আসবে। যে পরিমাণ টাকা ব্যয় হয়েছে তা কতো দিনে উঠে আসবে।

এ সময় মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন মেজর জেনারেল রেজাউল মাজিদ,বিগ্রেডিয়ার জেনারেল ফয়সাল,বিগ্রেডিয়ার জেনারেল জামিউল ইসলামসহ সংশ্লিষ্টরা।

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

আফরোজা আক্তার  

 

তাং৩১-০৮-২০২৪খ্রি:

Leave A Reply

Your email address will not be published.