ব্রেকিং নিউজ

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার হাওয়া লেগেছে সবজির বাজারে

গোলাম রব্বানী—টিটু:(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সম্প্রতি ভয়াবহ বন্যার হাওয়া লেগেছে সবজি সহ আন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাজারে । আজ রোববার বাজার ঘুরে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে । পেঁয়াজ ১১০, আলু ৬০,করলা ৭০,কাচামরিচ ২৫০, পটল ৬০, বেগুন ৮০, রুইমাছ ৩০০, বয়লার মুরগি ১৪০, কক ২৫০ থেকে ৩০০, দেশি মুরগি ৫০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে । আন্যান্য সবজি ও মসলার দামও বৃদ্ধি পেয়েছে । গরু গোসতের বাজার স্থিতিশিল রয়েছে । বন্যার কারণে বাজারে আমদানি না থাকার ফলে বাজারে সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে । বন্যায় কৃষকের অনেক সবজির আবাদ ও পুকুরের মাছ ভেসে যাওয়ার ফলে বাজারে আমদানি হচ্ছে কম । সাধারণ মানুষ জানান মধ্যবিত্তদের জন্যে বাজার করা এখন কঠিন হয়ে পড়েছে । ব্যবসায়ীদের খুশিমতো সিন্ডিকেট করে বাজারে সবজির দাম বৃদ্ধি করা হয় বলে ধারণা করছে অনেকেই । রাতারাতি নিত্যপ্রয়োজনীয় সবজির দাম হু—হু করে বেড়েই যাচ্ছে । বাজার মনিটরিংয়ের কোন ব্যবস্থা না থাকার ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েছে । বন্যার হাওয়া সবজির বাজারে এ রকম ভাবে লেগে থাকলে সাধারণ মানুষ অসহায়ত্ব ভাবে জীবন যাপন করবে বলে জানা গেছে ।

Leave A Reply

Your email address will not be published.