নরসিংদী জেলায় মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার
আজ বৃহস্পতিবার ২৭ শে- জুন ২০২৪ খ্রি.নরসিংদী জেলার ইসলামিক ফাউন্ডেশন,কর্তৃক আয়োজিত নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জেলা পর্যায়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে সচেতনতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম। তিনি প্রধান অতিথি বক্তব্যে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ এর ভয়াবহতা নিয়ে আলোচনা করেন এবং এগুলোকে সমাজ এবং রাষ্ট্রের জন্য হুমকি হিসেবে অভিহিত করেন।প্রধান অতিথি আরও বলেন,মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং এর বিরুদ্ধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন করতে অন্যান্য অংশীদারদের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন কার্যকরী ভুমিকা পালন করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।তাছাড়া তিনি আরও বলেন,এসব কাজ সকল ধর্মেই অপরাধ হিসেবে স্বীকৃত,আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা গোপন তথ্য সংগ্রহ করে থাকে সুতরাং কেউ যদি এতপরেও অপরাধে জড়িয়ে পড়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।