ব্রেকিং নিউজ

ঝিনাইগাতীতে আকস্মিক বন্যার উন্নতি হলেও ন্মিঅঞ্চলে পানিতে পড়ে ২ জনের মৃত্যু

গোলাম রব্বানী—টিটু:(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শুক্রবার আকস্মিক বন্যার উন্নতি হলেও নিন্মঅঞ্চলে পানিতে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে । আজ সকাল থেকে আকাশে রোদ দেখা দেওয়ার ফলে উজান থেকে পানি নেমে ভাটি এলাকায় মহারশি ও শমেসস্বরী নদীর পানিতে নিন্মঅঞ্চল প্লাবিত হয়েছে । গত মঙ্গলবার একদিনে প্রচুর বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা পানিতে নিমিষেই নদী ভরাট হয়ে বন্যায় পরিণত হয়ে যায় নদীর তীরবতীর্ এলাকা । পাহাড়ি ঢলের পানিতে ভাটি এলাকা সহ নিন্মঅঞ্চলের মানুষেরা পানিতে বন্ধি হয়ে পড়ে । বন্যার পানির সে্্রাতে উপজেলার দিঘিরপাড় পালপাড়া ও আব্দুল্লাহর বাড়ির শেষ সিমানায় বাঁধ ভেঙে যাওয়ার ফলে পানি প্রবেশ করে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে । উপজেলার,বাঘেরভিটা,কান্দলী,কালিনগর,সারিকালিনগর,বগাডবি,পাগলারমুখ,বনগাঁও,চতল,সূরিহারা সহ কয়েকটি এলাকায় পানি প্রবেশ করে । আজ জুম্মা নামাজের পর বেলা আড়াইটার সময় ৫ বন্ধু মিলে ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দলী গ্রামে নৌকা যোগে ভ্রমনের উদ্দেশ্যে বন্যা দেখতে যায় । মাঝপথে গিয়ে থৈ—থৈ পানিতে নৌকা ডুবে যায় । ওই গ্রামের সোহরাব আলীর ছেলে রংপুর মেডিকেল কলেজের অধ্যয়নরত ডা: মিল্টন মিয়া (২৫) ও সাদা মিয়ার ছেলে আমানুল্লা(১৭) পানিতে পড়ে মারা যায় । বাকি তিনজন বন্ধুকে উদ্বার করে আ: হালিম সহ এলকাবাসীরা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্যে নেয়। তাদের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

Leave A Reply

Your email address will not be published.