ব্রেকিং নিউজ

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই পাখি শিকারিকে অর্থদণ্ড খুলনা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই পাখি শিকারিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন খুলনা বিভাগীয় অফিসের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা তন্ময় আচার্য্য’র নেতৃত্বে সঙ্গীয় ওয়াইল্ডলাইফ স্কাউটদের নিয়ে অতিথি পাখি হত্যা, শিকার,ক্রয় ও বিক্রয় বন্ধে ঘটনার দিন মঙ্গলবার সকালে উপজেলার খলশি খাজুরা ওয়াপদা বিল এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে পাখি শিকারি সদর ইউনিয়নের খাজুরা এলাকার অহিদুল শেখের ছেলে মাসুম বিল্লাহ (৩২) ও হাসানপুর এলাকার মৃত আকবর গাজীর ছেলে কামাল গাজী (৪২) কে আটক করে এবং তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ১০টি পাখি, সাড়ে পাঁচশত ফুট ফাঁদজাল,২ সেট মিউজিক ও ২টা ব্যাটারি উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২(৩৮) ধারায় দুই পাখি শিকারিকে পৃথক ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ সপ্তাহ জেল দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.