ব্রেকিং নিউজ

জামালপুরে ৫ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

আবুল কাশেম জামালপুরঃ-

জামালপুরে ট্রেনের যাত্রী হত্যা মামলার ৫ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন। ২২ নভেম্বর জামালপুর স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আবু তাহের এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো-কিশোরগঞ্জের জীবন, গাজীপুরের শিপন, ঢাকা মিরপুরের রাকিব, কুমিল্লার সোহেল ও মানিকগঞ্জের রনি।
২০১১ সালের ১৩ জুন ঢাকা গামী কমিউটার ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে জামালপুর যাবার পথে অজ্ঞাত যুবককে গলায় গামছা পেচিয়ে চলন্ত ট্রেন থেকে দুরমুঠ এলাকায় ফেলে হত্যা করে। জিআরপি পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ জিআরপি থানার এএসআই নজরুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তে উল্লেখিত আসামীদের সম্পৃক্ততার প্রমান পাওয়া যায়। পরে আসামীদের গ্রেপ্তার করলে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। #

Leave A Reply

Your email address will not be published.