ব্রেকিং নিউজ

মহেশপুর হাসপাতালে চেম্বার ও চিকিৎসা উপকরণ থাকলেও নেই ডাক্তার

শামীম খান জনী,ঝিনাইদহ।
চেম্বার আছে,আছে বসার চেয়ার,সেই সাথে রয়েছে চিকিৎসা সেবা প্রদানের নানা উপকরণ ও সরঞ্জাম। কিন্তুু ডেন্টাল চিকিৎসক না থাকায় নষ্ট হওয়ার উপক্রম বিভিন্ন সরঞ্জাম,তেমনি ভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সীমান্তবর্তী উপজেলার সাধারণ মানুষ।
মহেশপুর হাসপাতালে সরজমিনে খোঁজ খবর নিয়ে দেখা যায়, ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে চার লাখ মানুষের জন্য একটি মাত্র হাসপাতাল। সেখানে এই সীমান্তবর্তী উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবা নিতে ছুটে আসে সাধারণ মানুষ। হাসপাতালে অন্যান্য ডাক্তারে ন্যায় ডেন্টাল(দাঁত) ডাক্তারের চেম্বার রয়েছে। কিন্তু চিকিৎসক নেই । দীর্ঘদিন ডাক্তার না থাকায় ঐ চেম্বারে এখন হোমিও ডাক্তারের চেম্বার করা হয়েছে। ঐ রুমের মধ্যে দেখা গেছে দাঁতের চিকিৎসার আধুনিক সরঞ্জাম রয়েছে যা অনেক মূল্যবান। সেগুলো অযন্ত-অবহেলায় পরে থেকে নষ্ট হচ্ছে।
এই বিষয়ে মহেশপুর হাসপাতালের ইউএইসএফপিও ডাঃ মাহমুদবিন হেদায়েদ সেতুর সাথে যোগায়োগ করলে তিনি বলেন গত ৩ মাস ধরে এই হাসপাতালে দাঁতের ডাঃ নেই কবে ডাক্তার আসবে তাও জানা নেই বর্তমানে হাসপাতালে ডাক্তারে সংকট রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.