কবিতা ঃ দাও অবকাশ। কলমে ঃ দেবিকা রানী হালদার।
কবিতা ঃ দাও অবকাশ।
কলমে ঃ দেবিকা রানী হালদার।
ছোট্ট একটা নিঃশ্বাস দিয়া
বুকে অগাধ বিশ্বাস দিয়া
পাঠাইছো দুনিয়ায় মাটির পুতুল
ভালো ছিলাম কেন কষ্ট দিলে সুখ কেড়ে নিয়া?
ভালোই ছিলো অন্তর
ভালো ছিলো মন,
বাঁধালে বড় ফ্যাসাদ দিয়ে ধরায়
কিছু কষ্ট, হিংসা-বিদ্বেষ ধন!
না-পাওয়ার জ্বালা আছে
আছে ভালোবাসার নৈবেদ্য আকাঙ্খা,
অসীম তুমি অদেখা ঈশ্বর
চারিদিকে এত নৈরাজ্য, থাকে মরার শঙ্কা !
হেমন্তের শিশির সিক্ত হিমেল হাওয়ায়
আাসছে অতিথি ফেরারি বিচ্ছেদ পাখী কূল,
আমরা মানব গোষ্ঠী তোমার দাসানুদাস
তোমার উপোসনায় হয়তো থাকে ভুল!
জীবন বাতায়ন আমার কবিতা
ভালোবাসা দুঃখ তাপের প্রকাশ,
ঘুচে দাও সব দূঃখ কষ্ট ক্লেশ
নিগৃহীত বান্দাকে শান্তি দাও, দাও অবকাশ!
ক্যাপশন ঃ