কবিতা ঃ দেয়ার কিছু নাই! কলমে ঃ দেবিকা রানী হালদার।
কবিতা ঃ দেয়ার কিছু নাই!
কলমে ঃ দেবিকা রানী হালদার।
তারিখ ঃ ৩০.১০.২০২৪
তোমাকে দেয়ার মতো কিছু নাই
আমি রিক্ত নিঃস্ব কপর্দকহীন তাই,
আছে দীর্ঘশ্বাস বঞ্চনা বিড়ম্বনা নিষ্পেষণের দাগ
শুধু আছে ভালোবাসার গোলাপ গন্ধ, যা হয় না ভাগ !
আছে বুক ভরা মূল্যহীন ভালোবাসা স্নেহ শুষ্ক অধর
এসবে চলবে তোমার, যার নাই কোন কদর !
আছে বিস্মৃতির উর্মিমালার চুড়ায় ভাসমান স্মৃতি
আমি বড়োই সাদামাটা এক নারী নাই কোন কৃতি!
হৃদয় আছে বিশাল দিগন্ত সম কালো মেঘে ঢাকা
ঘনীভূত হলে অশ্রু হয়ে ঝরে তখন মন টা হয় ফাঁকা!
রক্তের শ্বেত কণিকা লোহিত কণিকা বড়ই স্বল্প
জীবনের শক্তি আশা-আকাঙ্ক্ষা বড়ই অল্প !
চেয়েছিলাম ছোট্ট একটা সংসারে ভালোবাসা পূর্ন একটা লোমশ বুক
তাতেই আমার প্রাপ্তি হতো পূর্ণ তাতেই চেয়েছি সুখ!
লিখলো না নিঠুর বিধাতার কলম সে ভাগ্য
লিখলো পায়ে বেড়ি হাতে খুন্তি বানালো পুরুষ ভোগ্য !
যতোই হই ডাক্তার ইঞ্জিনিয়ার সাহিত্যিক কবি
সব পুরুষ আঁকে নারীর কামনা-বাসনার ছবি,
মানুষ ভাবে না নারীকে কেউ
মানুষ ভেবে বুকে জাগায় না ভালোবাসার ঢেউ!
পতিতা পল্লীর গণিকা সম, একটু উচু তে দেয় স্থান
যেহেতু সন্তান পালন, হেঁশেল, সেবা, তাই একটু ঘরোয়া সন্মান!
কেউ জিজ্ঞাসে না নারী তুমি কি চাও
নারীর সখ আহ্লাদ মেধা কলমের শক্তি, সব কিছুই ফাও!