আবুল কাশেম জামালপুর:-
জামালপুর সদর থানা পুলিশ কার্প এগ্রো প্রাইভেট লিমিটেডের মালিক এ কে এম শফিকুল ইসলামকে তার বজ্রাপুরের অফিস থেকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। তিনি জামালপুরের পদ্মা ব্যাংকের বকশীগঞ্জ শাখা থেকে ২০ কোটি টাকা ঋণ গ্রহণ করেন এবং সেই ঋণ খেলাপির দায়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানার গেছে।
গত ২৭ অক্টোবর রবিবার পদ্মা ব্যাংক বকশীগঞ্জ শাখার একটি বিশেষ বাহিনীর সহায়তায় জুলহাস কে গ্রেপ্তার করে জামালপুর থানা পুলিশ। ২০২৩ সালের ৮ অক্টোবর জামালপুরের যুগ্ন দায়রা জজ ও অর্থ ঋণ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে গত এক বছরেরও বেশি সময় ধরে গ্রেফতার এড়িয়ে চলছিলেন গ্রেফতারকৃত আসামি এ কে এম শফিকুল ইসলাম জুলহাস।
তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের একসময়ের স্বঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী খ্যাত এ কে এম জহুরুল ইসলাম মনসুরের ছোট ভাই। বর্তমানে পদ্মা ব্যাংক পিএলসির তার কাছে পাওনা ২৩ কোটি ৩৩ লাখ টাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ হেলাল উদ্দিন © সর্বস্বত্ত সংরক্ষিত
Copyright © 2023 স্বাধীন বাংলা নিউজ | তথ্য মন্ত্রনালয় নিবন্ধন নং-১৭৯