ব্রেকিং নিউজ

গার্মেন্টস শ্রমিক চম্পা খাতুন হত্যার নিন্দা ও প্রতিবাদ, দায়ীদের বিচার এবং ক্ষতিপূরণ দাবি।

গার্মেন্টস শ্রমিক চম্পা খাতুন হত্যার নিন্দা ও প্রতিবাদ, দায়ীদের বিচার এবং ক্ষতিপূরণ দাবি।
শ্রমিক হত্যার প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর সকাল ১১টায়, আশুলিয়া প্রসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের ঘোষণা ।

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ এক যুক্ত বিবৃতিতে আশুলিয়ার জেনারেশন নেক্সট ফ্যাশন লিঃ গার্মেন্টের শ্রমিক চম্পা খাতুনের পুলিশের গুলিতে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ৪ মাসের বকেয়া বেতনের দাবি ছিল জেনারেশন নেক্সট ফ্যাশন লিঃ এর শ্রমিকদের। বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে আন্দোলনে নেমেছিলেন শ্রমিকরা। বেতন মেলেনি, মিলেছে পুলিশের গুলি, খুন হয়েছে প্রাণ!
আশুলিয়ার নরসিংহপুরের জেনারেশন নেক্সট ফ্যাশন গার্মেন্টসের অপারেটর ছিলেন চম্পা।
বকেয়া বেতনের দাবিতে ২৩ অক্টোবর কারখানার সামনে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। বিক্ষোভ দমাতে পুলিশ নির্বিচার গুলি ছোড়ে। পুলিশের গুলিতে চম্পা, মোরশেদাসহ অনেকেই মারাত্মক আহত হন। চম্পার পেটে ও বাম হাতে গুলিবিদ্ধ হন। তাদের দু’জনকেই স্থানীয় হাসপাতালে অপর্যাপ্ত চিকিৎসার কারণে, ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। দীর্ঘ ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, গতকাল ২৭ অক্টোবর সকালে রংপুরের মেয়ে চম্পা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুলিবিদ্ধ মোরশেদা এখনো ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। পুলিশ বা প্রশাসনের যেখানে উচিৎ ছিল শ্রমিকদের বকেয়া বেতন পাইতে সহযোগীতা করা, তা না করে তারা গুলি করে শ্রমিক হত্যার মত নৃশংসতা দেখাল।
নেতৃদ্বয় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের পক্ষ থেকে শ্রমিক চম্পা খাতুন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। চম্পা হত্যার সাথে জড়িতদের বিচার ও শাস্তি এবং চম্পার পরিবারকে এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণের দাবি দাবি জানান। এছাড়াও বিবৃতে আহত শ্রমিকদের সু’চিকিৎসা, শ্রমিকদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
শ্রমিক হত্যার প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর সকাল ১১টায়, আশুলিয়া প্রেসক্লাবের সামনে ঘোষিত কর্মসূচিতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সভাপতি কমরেড মোশরেফা মিশু

বার্তা প্রেরক

মোমিনুর রহমান মমিন
সদস্য, কেন্দ্রীয় কমিটি
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম

Leave A Reply

Your email address will not be published.