ব্রেকিং নিউজ

কবিতা ঃ অসুর বদলে না! কলমে ঃ দেবিকা রানী হালদার।

কবিতা ঃ অসুর বদলে না!
কলমে ঃ দেবিকা রানী হালদার।
তারিখ ঃ ২২.১০.২০২৪
Country –Bangladesh

এইতো সেদিন তুমি কাটতে হাত-পা রগ
করতে ধর্মের ধ্বজা সেজে বকবক,
তামা যত পোড়াও হয় না সোনা
কালো সদা কুৎসিত বলে না কেউ চাঁদের কোণা!

এ-তো সেদিনের কথা
চলতে পিস্তল গুজে যথাতথা,
ধর্ষক বদমাইস সাথী সাথে
কুকর্ম চাঁদাবাজি করতে হাতে হাতে!

মদাসক্ত থাকতে সদা গরল লোচন
মুখে থাকতো সদা অশ্লীল বচন,
রাহাজানি মাস্তানি বৈধ আইন
ছিলে আবার ধর্ম মুখোশে দারুন গাইন!

ছিলে মূঢ় ভাবতে না আছে উপরে একজন
তিনি নিরপেক্ষ নয় কারো স্বজন,
অগ্নিশিখা সম নেয় কখন ও প্রতিশোধ
প্লাবনের স্রোতে ভাসায় নেয় বিশ্বের আপদ!

তোমরা ইবলিশ অসুর মিথ্যা বাদী
বদলাবে না কোন দিন বেহিসাবি ‘নেকি বদি!’
হঠাৎ বজ্রপাতে হয় যদি মরণ
মরতে মরতে আমার কথাগুলো করিও স্মরণ!

Leave A Reply

Your email address will not be published.