ব্রেকিং নিউজ

ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ

(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগের ভিডিও চিত্র পাওয়া গেছে । অভিযোগ করেছেন ওই কাংশা ইউনিয়নের কাজী আতিকুর রহমান খন্দকার । তিনি ভিডিওতে বলেন সরকার পতনের পর ৮ই আগস্ট কাজীকে বাড়িতে ডেকে নিয়ে কাজী বাতিল ও বিভিন্ন মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন । তিনি ১০ লাখ টাকা হাতে দিলে চেয়ারম্যান বাকি ১০ লাখ টাকা ওই দিনের মধ্যে পরিশোধ করতে বলেন । তিনি আর টাকা দিতে না পারায় জীবনের নিরাপত্তার জন্যে একটি ভিডিও প্রদান করেন গণমাধ্যমকমীর্দের । এ সময় কাজির সাথে এলাকার কয়েকজন উপস্থিত ছিলেন । এ ব্যাপারে চেয়ারম্যান আতাউর রহমান জানান আতিকুর রহমান কাজী আমার বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করেছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট । পূর্ব শুত্রতার জের ধরে আমার জনপ্রিয়তার রেস ধরে এ অভিযোগ তুলেছে । এ ধরণের অভিযোগ ষড়যন্ত্র ও আমাকে হ্যায়প্রতিপন্ন করার জন্যে যে ভিডিও প্রদান করেছে তা জনসাধারণ প্রতিহত করবে ইনশাল্লাহ । তার বাল্য বিবাহ অনিয়ম অপকর্ম প্রতিবাদ করার ফলে মিথ্যা ভিডিও দিয়েছে । এর বিচার আমি ইউনিয়নবাসীর উপর ন্যাস্ত করলাম । এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন ভূক্তভোগী অভিযোগ দিলে তা তদন্ত করে দেখা হবে ।

Leave A Reply

Your email address will not be published.