সুরাইয়া আলমগীরের নতুন কবিতা
পরিশুদ্ধ
বনলক্ষী আলমগীর
চলমান এ জীবন প্রবাহে অবিরাম চলেছি আমি এ ধরার পরে পরিব্রাজক হয়ে।
এ মনে কতো যে কালিমা জমে জমে হয়েছে কয়লা।
অন্তরের যতো অবিবেচক নীতির জমেছে পাহাড়।
যতো অন্যায় অবিচার করেছে কাজ, জেনে না জেনে করেছি
আমি কতো অন্যায় গর্হিত কাজ।
সাদা কাপড় পরিধান করেছি আজীবন।
দেহের ভিতরে জমেছে কালিমা, দৃষ্টি মেলেছি বাহিরের পানে করেছি অপরের কুৎসা রটনা। করেছি কতো সমালোচনা নিজের বিবেক করেছি জবাই।
হইনি তবু পিছপা।
দেইনি রণেভঙ্গ, হইনি আমি ক্ষান্ত।
বাহির পানে মেলেছি দৃষ্টি খুজেঁছি অন্যের দোষ।
কখনো চাইনি আমি হইতে পরিশুদ্ধ, ন্যায়ের নীতি ‘করিনি ধারণ। কল্যানের ব্রত নেই নি দীক্ষা এ বিবেক অন্যায় করে অন্যের ধ্বংস চেয়েছে।
ভাংগার নীতি মনে করেছি ধারণ।
করেছি কতো পাপ মানুষের ভালো চাইনি আমি নিজের জন্য করেছি দিনাতিপাত।
বিবেকের সাথে মনের হয়েছে দ্বন্ধ কতনা দিনমান।
এখন অনুতপ্ত হয়েছি আমি, পরিশুদ্ধ হওয়ার বোধদয় জাগ্রত হয়েছে। আমি পরিশুদ্ধ হতে চাই।
নিজের বিবেক কবি জাগ্রত এ জগৎ সংসারে করিবো পরোপকার।
লভিবো শান্তি করিব মনের ময়লা দূরীভূত।
আমি যে হতে চাই মানবতার এক পরিশুদ্ধ দেবদূত।