ব্রেকিং নিউজ

শেরপুরের ঝিনাইগাতীতে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেল তিন হাজার মানুষ

গোলাম রব্বানী—টিটু:(শেরপুর)প্রতিনিধি: মানুষ মানুষের জন্যে আজ রোববার ঝিনাইগাতীর আহাম্মদ নগর ডা: সেরাজুল হক টেকনিক্যাল ও কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট কলেজ প্রাঙ্গনে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেল তিন হাজার মানুষ । উপজেলার শিকড় সংগঠন, শেরপুর অফিসার্স ফোরাম ও আই,সি,ডিডি,আরবি ঢাকার যৌথ উদ্দে্যাগে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করা হয় । ডা: সাইফুল ইসলাম, ডা:সাইফুল আমিন মুক্তা, ডা: আব্দুল করিম, ডা: খায়রুল কবীর সুসম,ডা: সাদ্দাম সহ চিকিৎসা সেবায়, মেডিসিন,চক্ষু, শিশু,অথোর্পেডিক্স, গাইনী, সার্জন সহ ২৫জন ডাক্তার সেবা প্রদান করে থাকেন । বিনামূল্যে উন্নত মানের কোম্পানির ঔষধ ডাক্তারগণের লিখিত মোতাবেক বিতরণ করা হয় । এর আগে কর্মসূচিতে শিকড় সংগঠনের সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে সেবা প্রাপ্তিদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর তিন আসনের এমপি মহমুদুল হক রুবেল । আরো বক্তব্য রাখেন শেরপুর অফিসার্স ফোরামের পক্ষ থেকে আব্দুল্লাহ আল হারুন, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সম্্রাট প্রমুখ । উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, লুৎফর রহমান, মেজর মাহমুদুল হাসান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । বন্যার্ত এলাকায় এ ধরণের ফ্রি মেডিকেল ক্যাম্পেইনকে উপজেলাবাসী স্বাগত জানিয়ে যৌথ সংগঠনগুলোকে ধন্যবাদ জানান ।

Leave A Reply

Your email address will not be published.