ব্রেকিং নিউজ

গোবিন্দগঞ্জে হ্যাকারকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডল: প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার (১৭ অক্টোম্বর) ভোরে রুহুল আমীন (২৫) নামে এক হ্যাকারকে আটক করে হ্যান্ডক্যাপ লাগিয়ে আনার পর অদৃশ্য কারণে থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে বুধবার (১৬ অক্টোম্বর) মধ্যরাতে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়েছিল। পুলিশের এ ভূমিকা নিয়ে সচেতন মহলের নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের সাদা মিয়ার ছেলে রুহুল আমিন দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার সহজ সরল মানুষদের প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এরই প্রেক্ষিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ বুধবার রাত ১২টার দিকে নিজ বাড়ী থেকে রুহুল আমিনকে আটক করে হ্যান্ডক্যাপ লাগিয়ে নিয়ে এসে থানা হাজতে রাখে। পরে বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই মানিক রানা জানান, নেতাদের সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,তাকে অন্য কারণে নিয়ে আসা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়। গাইবান্ধার পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.