ব্রেকিং নিউজ

কবিতা ঃ থাকি অপেক্ষায়। কলমে ঃ দেবিকা রানী হালদার।

কবিতা ঃ থাকি অপেক্ষায়।
কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ১৪.১০.২০২৪

জীবন থেকে কেন নিলে বিদায়
আজ-ও থাকি পথ চেয়ে অপেক্ষায়,
আদরে ডাকতে যে নাম ধরে
সে নাম আজ-ও রেখেছি যত্ন করে!

হয়তো হবে না আর দেখা
যাবে না ক্লাসিকাল ভালোবাসা শেখা,
জীবন চলতে উঁচুনিচু বন্ধুর পথ,
জানি তুমি আর দেবে না আমার সাথ !

একাকিত্ব জীবনে একজন অবলা নারী
সারাটা জীবন একলা পথ কি চলতে পারি?
চারিদিকে নিষ্ঠুর হিংস্রতা হিংসুটের বাস
সুযোগ পেলেই ধর্ম খোলস ফেলে করে সর্বনাশ!

স্মৃতি আর পরিণতি ভেবে অশ্রু সিক্ত আঁখি মুছে
দিগন্তে তাকাই যদি প্রকৃতি দেয় সব দূঃখ ঘুচে!
দীর্ঘ জীবন সাগর দিতে একা পাড়ি
যদি অশান্ত ফেনিল ঢেউয়ে না দেয় আড়ি

জলরাশি সাঁতরে ঢেউয়ের চূড়ায় বসি
আমি ফিরবো বিদ্বেষী মুখোশধারী খতমে, নিয়ে টিপুর অসি!

Leave A Reply

Your email address will not be published.