ব্রেকিং নিউজ

মদিনার রহস্যময় জিন পাহাড়

সৌদি আরবের বহুল আলোচিত জিন পাহাড়। এই পাহাড় নিয়ে কৌতূহল আর গল্পের শেষ নেই। সারা বিশ্বে এই পাহাড়টি মূলত একটি রহস্যের পাহাড় বলেই বেশি খ্যাত।

পাহাড়টির আসল নাম ওয়াদি আল জিন। লোকমুখে এটি পরিচিত জিনের পাহাড় বলেই। যে নামেই পরিচিত হোক না কেন, এই পাহাড়টিতে পৃথিবীর অবাক করা ঘটনা ঘটে থাকে।

এই পাহাড়ের একটি রহস্যজনক ও বিস্ময়কর ব্যাপার হচ্ছে, সব কিছু ঢালুর বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে গড়ায়। সাধারণত, সব কিছু ঢালুর দিকে গড়িয়ে গেলেও কেবল এই পাহাড়টির সাথেই ঘটেছে এমন অদ্ভুত কাণ্ড। পুরো ব্যাপারটিই সাধারণ নিয়মের ঠিক উল্টোটা ঘটে চলে এখানে। এমন কি রহস্য আছে এ পাহাড়ে? যে বন্ধ গাড়িও ঢালুর বিপরীতে চলতে থাকে। কেউ কেউ এ নিয়ে ধারণা করেন, জায়গাটিতে প্রচুর চুম্বকজাতীয় পদার্থ আছে তাই এমনটি হয়।

জিন পাহাড়টি মূলত শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। মদিনার উত্তর-পশ্চিমে ওয়াদি-ই-আল বায়দা নামক পাহাড়ঘেরা এক উপত্যকা রয়েছে বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.